সুপারের বানী

এলাকায় সমাজ সচেতন দক্ষ মানব সম্পদ তৈরী ও শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ১৮৯৫ সালে এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান এমদাদ দারোগা প্রতিষ্টা করেন দীনি এ শিক্ষা নিকেতন। যার নাম রাখেন এমদাদিয়া মাদরাসা।কালের পরিক্রমায় ১৯৮৭ সালের পর বিভিন্ন সম্যস্যার কারণে উক্ত প্রতিষ্টান টি বন্ধ হয়ে যায়।তখন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ইমাম আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহমতুল্লাহ আলাই)এর স্বরাপন্ন হয়। হুজুর ও এলাকাবাসির সহযোগিতায় ০১/০৬/১৯৮৯ ইং সালে পুনরায় সর্ব সম্মতিভাবে “রায়পুর গাউছিয়া হাশেমীয়া দাখিল মাদরাসা “ নামে প্রতিষ্টা করেন।উক্ত প্রতিষ্ঠানের যাবতীয় খরচ ইমাম হাশেমী (রহমতুল্লাহ আলাই)নিজেই ব্যয় করেন।১৯৯১ সালের প্রলংকারি ঘুর্ণিঝড়ে মাদরাসাটি লন্ডভন্ড হয়ে গেলে এলাকাবাসি ও হুজুর কেবলার সহযোগিতায় পূণরায় মাদরাসা গৃহ নির্মাণ করেন।উল্লেখ্য যে এলাকার গন্যমান্য ব্যক্তি জনাব আলহাজ্ব ছৈয়দ আহমদ চৌধুরী একটি সেমি পাকা ঘর তৈরি করে ক্লাশ পরিচালনার উপযুক্ত করে দেন। ২০০৪ সালে ০১ মে সরকারি ভাবে এম পি ও ভুক্ত হয়। এ প্রতিষ্ঠান দীর্ঘ দিন যাবত এলাকার যথা সাধ্য তার দায়িত্ব পালনরত আছে। জেডিসি,দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। ২০২০ সালের দাখিল পরীক্ষায় শতভাগ ফলাফল সহ ০৪জন ছাত্র এ+ প্রাপ্ত হয় তার মধ্যে একজন ছাত্র জেলা পর্যায়ে সরকারি বৃত্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। উক্ত প্রতিষ্ঠান কে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিতে এলাকাবাসি সহ সর্বস্তরের জন সাধারনের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করি।
মোহাম্মদ সোলাইমান
সুপার/সম্পাদক
রায়পুর গাউছিয়া হাশেমীয়া দাখিল মাদরাসা।
আনোয়ারা,চট্টগ্রাম,০১৮১৯৬১০৯৯৮